Seller Policy Pages

নগর বাজার ইকমার্সের সেলার প্রোগ্রাম আপনাকে স্বাগতম।

আপনার ব্যবসাকে প্রসারিত করতে নগর বাজার থাকবে আপনার পাশে। তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা নিয়ে এসেছি "নগর বাজার সেলার" প্রোগ্রাম। আপনার প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং করে দেবে নগর বাজার। আপনার কাষ্টমারকে শুধু আপনার শপ লিঙ্ক সরবরাহ করবেন, সাজানো সকল পণ্য থেকে কাষ্টমার তার পছন্দমত পণ্য অর্ডার করবেন, সকল হিসাব-নিকাশ থাকবে আপনার "নগর বাজার সেলার অ্যাপ" এর মধ্যে।

১। উদ্যোক্তা/সেলারকে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে nogorbazar.net লিঙ্কে প্রবেশ করে শপ ক্রিয়েট করতে হবে।

২। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার ড্যাশবোর্ডের ডানদিকে Verify অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভেরিফাই এর জন্য আবেদন করুন।

৩। নগর বাজার কর্তৃপক্ষ আপনাকে ফোন করে বিস্তারিত জেনে আপনার অনলাইন শপটির অনুমোদন দেবে।

৪। প্রোডাক্ট আপলোড, দাম নির্ধারণ ও আপনার অনলাইন শপটি সাজাতে আপনাকে ট্রেনিং প্রদান করা হবে।

নগর বাজার

আপনার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশ্বস্ত সঙ্গী।আমরা আপনার সময় ও শ্রমের মূল্যায়ন করি। দ্রব্যমূল্যের উর্ধগতির এই মর্মান্তিক সময়ে একমাত্র আমরাই আপনার ঘরে প্রতিদিনের বাজার পৌঁছে দেবো, নিকটস্ত বাজারমূল্যের চাইতেও অনেক কমে। বাংলাদেশের কেবলমাত্র আমরাই (ফার্মার টু কনজিউমার) কানেক্টিভিটি স্থাপন করতে সক্ষম হয়েছি। গ্রাহকের নিত্যপ্রয়োজনীয় বাজার সরাসরি কৃষক/উৎপাদক থেকে ক্রয় করে আপনার ঘরে পৌঁছে দেবো আমরা। যার ফলে কোন মধ্যস্ততাকারী দ্রব্যমূল্যের দামে হস্তক্ষেপ করে পণ্যের মূল্য বাড়াতে সক্ষম হবে না। সারা বছর শুধুমাত্র আমাদের "নগর বাজার" অনলাইনেই সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করুন এবং আপনার টাকা সেভিংস অব্যহত রাখুন।

All categories
Flash Sale
Todays Deal